নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী ফারুক কোভিড-১৯ (করোনা ভাইরাস)’র সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ্য হয়ে নিজ বাসায় ফিরেছেন। ৩ জুন বুধবার নকলা উপজেলা নকলা হাসপাতালে ছাড়পত্র প্রদানের মাধ্যমে করোনা জয়ী ফারুককে হোম আইসোলেশন থেকে মুক্ত করে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ মজিবুর রহমানের স্বাক্ষরিত ছাড় পত্র ফারুকের হাতে তুলে দেন অন্য এক করোনা জয়ী চিকিৎসক নকলা হাসপাতালের আরএমও ডা. সৌরভ কুমার সরকার।
ছাড়পত্র প্রদানের পরে করোনা জয়ী ফারুককে ফুলেল শুভেচ্ছা জানান অনেকেই। ওইসময় নকলা হাসপাতালের আরএমও ডা. সৌরভ কুমার সরকার, নকলা হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাউসার বিদ্যুত, সাংবাদিক মোফাজ্জল হোসেন ও মো. নূর হোসাইন, নকলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
তথ্য মতে, উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২ জুন মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের সন্দেহে উপজেলার ৪৪৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রাতে পাওয়া করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার শেষ রিপোর্ট অনুযায়ী উপজেলায় ১১ জনের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর উপস্থিতি সনাক্ত হয়। এর মধ্যে ফারুকসহ ১০ জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে নিজ বাসা-বাড়িতে ফিরে গেছেন। বাকী এক জন আইসোলেশনে সুস্থ আছেন বলে জানা গেছে।