ads

বুধবার , ৩ জুন ২০২০ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা প্রতিরোধে সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহ্বান কাদেরের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২০ ৭:০৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার প্রাচীর গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ৩ জুন বুধবার সংসদ ভবনে তার সরকারি বাসভবন থেকে ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওই আহ্বান জানান।
তিনি বলেন, জনগণ সচেতনতার প্রাচীর গড়ে তুলতে না পারলে জনস্বার্থে সরকার আবারও কড়াকড়ি আরোপ তথা কঠোর হতে বাধ্য হবে। সংক্রমিত এলাকা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। কর্মপরিকল্পনা পাওয়া গেলে যাচাই-বাছাই করে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো প্রতিপালন ও মেনে চলার আহ্বান জানাচ্ছি। নেতাকর্মীরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং জনগণকে সচেতন করবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের সাহসী মানবিক ও উদ্যমী প্রয়াস দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে। যা সংক্রমণের মাত্রা, আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। এ অবহেলা নিজের জন্যই শুধু নয়, পরিবার সমাজ তথা অন্যদের জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, অধিকাংশ গণপরিবহন সরকার নির্ধারিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলছে। আবার বেশ কিছু অভিযোগও পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করেছি।
তিনি বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে মালিক ও শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশনা দিচ্ছি। সরকারি নির্দেশনা অমান্যকারী এসব গণপরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনা সংকটে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ঐক্যবদ্ধ সাহসী ও মানবিক প্রয়াস করোনা সংকট উত্তরণের পথ সুগম করবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। কিন্তু একটি দল সার্কাসের হাতির মতো সমালোচনার বৃত্তেই আবর্তিত হচ্ছে। সেই দলটি বিএনপি। তারা সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এটা তাদের কার্যক্রমে ইতোমধ্যে পরিষ্কার হয়ে উঠেছে। তিনি বলেন, ক্রমঅবনতিশীল এই পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং নানান দিক বিবেচনা নিয়ে এলাকাভিত্তিক জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে কাজ করছেন। কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, সরকার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্টোরেল রুট নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে মেট্টোরেল রুট-৬ এর নির্মাণকাজ শতকরা পঁয়তাল্লিশ ভাগ শেষ হয়েছে। প্রকল্পের চলমান কাজ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আরো গতিশীল করার নির্দেশ দেন তিনি। প্রকল্পে কর্মরত শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতোমধ্যে একসেট ট্রেনের নির্মাণ কাজ শেষ হয়েছে জাপানে। আরও চারটি সেটের নির্মাণ কাজ চলছে। ভিডিও কনফারেন্সের অন্য প্রান্ত রাজধানীর ইস্কাটননের ডিএমটিসিএল কার্যালয়ে এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকসহ প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!