স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনাভাইরাসের হটস্পট এখন ময়মনসিংহ। আক্রান্ত, মৃত্যু, ঝুঁকি, আতংক এই বিভাগে সবই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সাধারণ ছুটির শেষ দিনে ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৪জন আক্রান্তসহ বিভাগের চার জেলায় এ পর্যন্ত মোট ১হাজার ২৭জন আক্রান্ত হয়েছে। অকারণ ঘোরাঘুরি, শপিংসহ সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে অবাধ চলাচলের প্রভাব পড়তে শুরু করেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানান।
ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ আবুল কাশেম জানান, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট ১৫ হাজার ২১৭টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ১হাজার ২৭ জন এবং মারা গেছে ১৩জন। করোনায় আক্রান্ত জেলাওয়ারী ময়মনসিংহে ৪৮৬ জন, জামালপুরে ২৩৬ জন, নেত্রকোনায় ২২১ জন এবং শেরপুরে ৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১৩ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৮৮জন।
গত ২৪ ঘন্টায় জামালপুরে আক্রান্ত ২৮জন এবং ময়মনসিংহ জেলায় ১৬জন। গত ৩০ মে নেত্রকোণা ও শেরপুর জেলার কোনো নমুনা পরীক্ষা হয়নি ফলে কোনো আক্রান্তও নেই।