ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৮ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে আবুল কাশেম নামে ৬৪ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ২৯ মে শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে ঝিনাইগাতী সদর ইউনিয়নের দারুল ইসলাম দাখিল মাদ্রাসা রোড এলাকায় ওই ঘটনা ঘটে। শিশুটি দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুটি তাদের বাড়ি সংলগ্ন রাস্তার পার্শ্বে চকলেট কিনতে যায়। ওইসময় পার্শ্ববর্তী গরুহাটি এলাকার বৃদ্ধ আবুল কাশেম আরও বেশি চকলেট কেনার প্রলোভন দেখিয়ে রাস্তা সংলগ্ন একটি বালিকা বিদ্যালয়ের ভিতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে তার নানী ও আশপাশের লোকজন আপত্তিকর অবস্থায় শিশুটিকে উদ্ধারসহ আবুল কাশেমকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল কাশেমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।