জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী বজলুর রহমান করোনাকে জয় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়েছেন। ৩০ মে শনিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান। ছাড়পত্র প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাউছার বিদ্যুৎসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১১ মে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বজলুর রহমানের নমুনা সংগ্রহ করার পর ফলাফল পজিটিভ আসায় তাকে বাড়িতে আইসোলোশনে রেখে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা থাকাকালীন সময় প্রথম ফলোআপ নমুনা সংগ্রহ করার পর সেটার ফলাফলও পজিটিভ আসে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ফলোআপ নমুনা সংগ্রহের ফলাফল নেগেটিভ আসায় তাকে সম্পূর্ণ সুস্থ্য বিবেচনায় ছাড়পত্র দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বলেন, নকলায় এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হলেও তাদের মধ্যে ৯ জনই চিকিৎসায় করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থ্য আছেন। তিনি বাকি ২ জনের সুস্থ্যতা কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে করোনা থেকে মুক্ত থাকার আহবান জানান।