ads

বৃহস্পতিবার , ২৮ মে ২০২০ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন করে দিল এলাকাবাসী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমে এক কৃষকের আউশ ধান রোপন করে দিয়েছে এলাকাবাসী। ২৮ মে বৃহস্পতিবার নকলা পৌরসভার বাজারদী এলাকার কৃষক মো. ফজলুর রহমানের ৫০ শতক জমিতে আউশ ধান রোপন করে দেওয়া হয়। স্থানীয় মো. করিম মিয়ার উদ্যোগে মো. ফজলুর রহমানের  জমিতে আউশ ধান রোপন করে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এমন মহতী উদ্যোগকে সফল করতে সার্বিক সহায়তা করেছেন- উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল সূত্র ধর, সমাজ সেবক তুতা মিয়া, বদিউজ্জামান কডু, রফিকুল ইসলাম, সেলিম মিয়া, সাজু মিয়া, শ্যামল মিয়া, রফিজ উদ্দিন, কমর উদ্দিন প্রমুখ। স্বেচ্ছাশ্রমে এ ধান রোপনে অন্যান্যদের মধ্যে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক আমির হোসেন, সোবহান মিয়া, জনি মিয়া, রমজান আলী, সোহাগ মিয়াসহ অনেক তরুণ স্বেচ্ছাসেবক ও এলাকার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মো. ফজলুর রহমান বলেন, ঈদের পর পরই ধান রোপনের জন্য শ্রমিক খোঁজে পাচ্ছিলাম না। আমার এই সমস্যা দেখে এলাকাবাসীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান রোপন করে দেওয়া বেশ উপকৃত হলাম। দেশের প্রতিটি এলাকায় এমন স্বেচ্ছাসেবক জন্ম নিলে দেশের আনেক দরিদ্র কৃষক উপকৃত হবেন বলে তিনি মনে করেন।
স্বেচ্ছাবেকরা জানান, ঈদের পরে শ্রমিক সংকট থাকায় প্রান্তিক কৃষকরা বোরো ধান কাটতে ও আউশ ধান রোপন করতে সমস্যায় পড়েছেন। তাই তারা ফজলুর রহমানের ৫০ শতক জমিতে স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন করে দিয়েছেন। দরিদ্র কোন কৃষক এমন সমস্যার সম্মূখিন হলে তারা তাদের বিষয়টি গুরুত্বে সহিত আমলে নিয়ে ওই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন বলে তারা জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!