স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সারা দেশের ন্যায় সামাজিক দূরত্ব বজায় রেখে শেরপুরের সকল মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে। ২৫ মে সোমবার সকাল ৯টায় শেরপুর শহরে এসআর জামে মসজিদে মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ আরও অনেকে।
এদিকে সকাল ৯টায় জেলা কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদসহ অন্যান্যরা।
শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। এছাড়া শহরের মীরগঞ্জ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
সকল মসজিদে নামাজ শেষে বিশ্বকে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা হয়।