ads

শুক্রবার , ২২ মে ২০২০ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সেই শহীদ জায়ারা এবারও পেলেন পুলিশ সুপারের ঈদ উপহার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২০ ৮:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বীরকন্যাপল্লী (বিধবাপল্লীর) সেই শহীদ জায়ারা এবারও পেয়েছেন পুলিশ কাজী আশরাফুল আজীম পিপিএম’র ঈদ উপহার। ২২ মে শুক্রবার দুপুরে বীরকন্যাপল্লীতে গিয়ে ২৭ জন শহীদ জায়ার হাতে স্বয়ং পুলিশ সুপার তুলে দেন ওই ঈদ উপহার।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, ১০ কেজি চাল, ডাল, সেমাই, চিনি, সাবান ইত্যাদি। ওইসময় তিনি শহীদ জায়াসহ তাদের পরিবার-পরিজনদের প্রতি জেলা পুলিশের তরফ থেকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। সেই সাথে তিনি যে কোন উৎসব-পার্বন আর দুর্যোগ-সংকটে জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

ঈদ উপহার বিতরণকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বাদল, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বাদল বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে স্বামী-সন্তান হারানো সেই শহীদ জায়ারা আমাদের গর্ব। এ জন্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে জেলা পুলিশের তরফ থেকে তাদের মুল্যায়ন ও স্মরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার অন্যদের মতো তাদের মাঝেও যেন ঈদের আনন্দ জাগে- সে চিন্তা চেতনায় ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের পাকাহাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালায়। এতে ওই গ্রামের ১৮৭ জন পুরুষ মানুষকে হত্যা করা হয়। তখন বিধবা হন ৬২ জন নারী। ওই গ্রামের পুরুষদের হত্যা করার পর গ্রামটি বিধবাপল্লী হিসেবে পরিচিতি পায়। বর্তমানে ওই বিধবাদের মধ্যে বেঁচে আছেন ২৭ জন। তাদের মধ্যে সরকার এ পর্যন্ত ১২জন বিধবাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!