স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক, জেলা পরিষদ সদস্য ও শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী। ১৯ মে মঙ্গলবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২ শতাধিক মানুষের মাঝে ওই ঈদসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও সেমাই। ওইসব খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অসহায় ও কর্মহীন মানুষরা।
খাদ্যসামগ্রী বিতরণকালে এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর ছেলে মাশুকুর রহমান ফাহিম, কামারেরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সানুয়ার হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মজনু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল আলম মিস্টার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিস্টার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এলামুল হক, ডুবারচর দক্ষিণ নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল রাজ্জাক, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল আলম সাজু, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।