স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনের কারণে শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে দ্বিতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। ১৯ মে মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল সংলগ্ন প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫শ মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি। ওইসময় রুমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে অনিবার্য কারণ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবিহা জামান শাপলা ও আবুল কালাম আজাদ, উপ-পরিচালক হায়দার আলী, প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।