স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সরকার ও বিচার বিভাগের যুগান্তকারী পদক্ষেপ ভার্চুয়াল আদালতে শেরপুরে জামিন পেয়েছে আরও ২৭ আসামি। ১৮ মে সোমবার পঞ্চম কার্যদিবসে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ শিশু আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ আমলী আদালতগুলোতে জামিন শুনানী নিস্পত্তি হয়েছে ৫৪টি মামলায়। আর ওইসব মামলায় জামিন পেয়েছেন ২৭ আসামি। এর আগে গত ৪ দিনে সব আদালত মিলে জামিন পায় ১২২ আসামি। এ নিয়ে ভার্চুয়াল আদালতে জামিন পেল মোট ১৪৯ আসামি।
জানা যায়, সোমবার শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতে ১২টি আবেদন শুনানী শেষে ৮টি আবেদন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ শিশু আদালতে ১২টি আবেদনের মধ্যে ৪টি মঞ্জুর করেন বিচারক মোঃ আখতারুজ্জামান। আর ৪টি আবেদনের মধ্যে ৩টিই মঞ্জুর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর। এছাড়া জেলার ৫টি জিআর আমলী আদালতে ২৬টি আবেদনের মধ্যে ১২টি মঞ্জুর করেন স্ব-স্ব আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ।
উল্লেখ্য, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিমকোর্ট প্রশাসন। এরপর ১১ মে থেকে সারাদেশে ওই শুনানীর সুযোগ নিশ্চিত হলেও শেরপুরে তা শুরু হয় ১২ মে থেকে। ওইদিন নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ২টি আবেদন গ্রহণ করে ২টিই নিস্পত্তি করায় জেলায় ভার্চুয়াল আদালতে প্রথম জামিন মেলে ২ আসামির।