স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে এবার জামান মিয়া নামে এক মালয়েশিয়া প্রবাসি যুবকের সহায়তা পেয়েছে শতাধিক অসহায় পরিবার। ১৭ মে রবিবার সকালে শহরের দমদমা মহল্লার উত্তরপাড়ায় ওই প্রবাসি যুবকের পিতা সমাজ সেবক আব্দুর রাজ্জাকের উদ্যোগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট রফিকুল ইসলাম আধার অসহায় পরিবারগুলোর হাতে ওই সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ছিলো সেমাই, চিনি, মুড়ি ও সাবান।
সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উত্তরপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলাম ছানা, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব জিলা বকস আকন্দ, ফজলুর রহমান ফজল, আক্কাস আলী, মাহবুব হাসান রুবেল মাস্টার, আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
