স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদরের যোগিনীমুরা ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্ষক ও স্থানীয় সমাজ সেবক মোঃ আদিল হোসাইন (৪৯) আর নেই। তিনি ১৫ মে শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকাল ১০টায় নিজ কর্মস্থল ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসা মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। ওইসময় তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠিাতা সুপার ও যোগিনীমুরা খানকায়ে সিদ্দিকীয়ার পীর মাওলানা আবু রাশেদ মোঃ বাকের, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন, মরহুমের বড়ভাই জুলহাস উদ্দিন মাষ্টার প্রমুখ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।