স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে করোনা নমুনা পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হলেও শেরপুরের ক্ষেত্রে তা হচ্ছে না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে শেরপুরের করোনার নমুনা পরীক্ষা গত ৩দিন ধরে বন্ধ রয়েছে। এতে নমুনা প্রদানকারীসহ তাদের স্বজনরা রয়েছেন চরম অস্বস্তিতে। এদিকে শনিবার সকাল পর্যন্ত ওই ল্যাবে গত এক সপ্তাহের ব্যবধানে প্রক্রিয়াধীন অবস্থায় আটকে আছে ৫০৭টি নমুনা পরীক্ষা।
পরীক্ষার গতি মন্থর স্বীকার করে জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ জানান, ল্যাবে সামর্থ্যের বাইরে অধিক সংখ্যক নমুনা জমা পড়ায় এমনটি ঘটছে। এছাড়া বিভাগের ৪ জেলার মধ্যে ময়মনসিংহকে অধিক গুরুত্ব দেয়ার ফলে নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার থেকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সেখানে পুরোপুরি কাজ শুরু হলে এ জট কমবে। এ ছাড়া ময়মনসিংহে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত এক হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৪১ জনের। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।