ads

সোমবার , ১১ মে ২০২০ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতি আর শ্রমিক সংকটের কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘরে থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা কৃষক লীগ। ১১ মে সোমবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের পূর্ব ছনকান্দা গ্রামের দরিদ্র দুই কৃষকের এক একর জমির বোরো ধান ক্ষেত কেটে ঘরে তুলে দেন কৃষক লীগের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম এর সার্বিক ব্যবস্থাপনায় ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। ওইসময় তিনি বলেন, কৃষক লীগ কৃষকদের কষ্ট বুঝে। বর্তমানে করোনার কারণে অনেক কৃষক ঘরে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দরিদ্র অসহায় কৃষকদের ক্ষেতের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি। যাতে তাদের সারা বছর ভাতের কষ্ট না হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা গরিব অসহায় কৃষকদের তালিকা করে এ কর্মসূচি আরও জোরদার করার চেষ্টা করছি। যাতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি। ওইসময় সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম বলেন, আমরা চাই প্রত্যেকটা কৃষক যাতে ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এ জন্য সরকারি সুবিধার পাশাপাশি আমরা নিজেরাও তাদের জন্যে কিছু সহায়তা করছি।

Shamol Bangla Ads

এ উৎসবে অন্যান্যের মধ্যে যোগ দেন উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, কাকিলাকুড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোতালেব হোসেন, সিংগাবরনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক একেএম মাহবুবুর রহমান লিটন, রানীশিমুল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জজ মিয়া ও কেকেরচর ইউনিযন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ কৃষক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ।
কৃষক শাফিজল হক জানান, তার ৫০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন । ইতোমধ্যে করোনার প্রভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এখন দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে বিপাকে পড়েছেন। অবশেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে বিষয়টি আলাপ করলে উপজেলা ও জেলা কৃষকলীগের নেতাকর্মীরা এ উদ্যোগে নিয়ে তার ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেন। এতে তিনি খুশি। একই অবস্থায় পড়েছিলেন তার প্রতিবেশী নওশেদ আলী। তার ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেয়ায় তিনিও খুশি হয়েছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!