স্টাফ রিপোর্টার ॥ ‘আমরা আছি জনতার পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে এবার বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে করোনা নমুনা সংগ্রহ বুথ। ১০ মে রবিবার দুপুরে জেলার সদর হাসপাতাল অঙ্গনে ওই করোনা নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। উদ্বোধনকালে প্রথম নমুনা সংগ্রহ করা হয় শেরপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজনের। এর মধ্যে দিয়ে শুরু করা হয় কোভিড-১৯ নমুনা সংগ্রহের কার্যক্রম।
উদ্বোধনকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, (কোভিড-১৯) প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আত্মনিয়োগ করেছেন। এতে পিছিয়ে নেই শেরপুরের পুলিশ বিভাগও। পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা পুি লশের তরফ থেকে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং, প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তাও অব্যাহত রয়েছে। তারই ধারাবহিকতায় এবার জেলা পুলিশের উদ্যোগে করোনা নমুনা পরীক্ষা বুথ স্থাপন করা হলো। এটি দ্রুত নমুনা সংগ্রহের ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওইসময় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুল রউফ। ওইসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, জেলা সদর হাসাপতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ খাইরুল কবির সুমন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।