ads

সোমবার , ১১ মে ২০২০ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ২ পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২০ ১:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশের আরও ২ সদস্য ও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ২ পুলিশ সদস্য নকলা থানায় কনস্টেবল ও আক্রান্ত স্বাস্থ্যকর্মী নালিতাবাড়ী উপজেলার একটি ইউনিয়নের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এ নিয়ে জেলায় ৯ জন পুলিশ সদস্য এবং ৬ জন চিকিৎসকসহ ১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। ১০ মে রবিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে দ্বিতীয় দফায় পাঠানো প্রতিবেদনের আলোকে শেরপুরের সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। আর অন্য আরেক একজন হোম আইসোলেশনে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য তাদের সংস্পর্শে আসা অন্য পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। আর নালিতাবাড়ীর আক্রান্ত স্বাস্থ্যকর্মী হোম আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত এপ্রিলে মাসে ঝিনাইগাতী থানার পরিদর্শক পদমর্যাদার একজন ও উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ২ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এরপর চলতি মে মাসে সদর থানার একজন এসআই, একজন এএসআই, একজন কনস্টেবল, জেলা বিশেষ শাখার একজন এএসআই এবং রোববার নকলা থানার ২ কনস্টেবল করোনায় আক্রান্ত হলেন। ঝিনাইগাতী থানার ২ এসআই ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর একজন কর্মকর্তা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও বলেন, রবিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১ জন। এর মধ্যে ২৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরে থাকার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!