শ্যামলবাংলা ডেস্ক : প্রথম সন্তানের বাবা হলেন জাতীয় দলের খেলা আরেক ক্রিকেটার আনামুল হক বিজয়। তার স্ত্রী ফারিয়া ইয়াসমিন ইরা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছে শিশুটি। মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন।
বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে আনামুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ আজ আমি বাবা হয়েছি। আমরা পিতা-মাতা হয়েছি। আমাদের সদ্যজাত কন্যা সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’ তার আগে আনামুল লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমি যখন তোমার নিষ্পাপ মুখটা প্রথমবারের মতো দেখলাম, আমার জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও অর্থবহ মনে হলো। তোমার হাত-পায়ের পাতা, ছোট ছোট আঙুলগুলো এতো সুন্দর যা ভাষার প্রকাশ করার না। তুমি আমার জন্য আল্লাহর দেওয়া আর্শীবাদ ও দামি উপহার। তুমি আমারই একটা অংশ। আমার ছোট্ট আম্মু! আমার পরী! আমার রাজকন্যা!’
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইরার সঙ্গে বিজয় বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়।