ads

শনিবার , ৯ মে ২০২০ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শচীনের চেয়ে ভালো ওপেনার রোহিত’

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২০ ২:২৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : মিডল অর্ডার থেকে বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ওপেনার বনে গেছেন রোহিত শর্মা। ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আস্থা রেখেছিলেন রোহিতের ওপর। সেই তার শুরু। শচীন টেন্ডুলকার ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ওপেনিংয়ে তুলে আনেন মোহাম্মদ আহজারউদ্দিন। এরপর শচীনকে আর থামানো যায়নি।
ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি করে সর্বকালের সেরা ওপেনারের তালিকায়ও আছেন শচীন। রান করেছেন ১৮ হাজারের ওপরে। তারপরও ওয়ানডেতে শচীনের অর্ধেক রান ও অর্ধেকের মতো (২৯টি) সেঞ্চুরি করা রোহিত শর্মাকে ভালো ওপেনার বলছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।

Shamol Bangla Ads

রোহিতকে সেরা প্রমাণ করতে তিনি আবার ব্যবহার করেছেন পরিসংখ্যান। যে পরিসংখ্যানের খাতায় শচীনের জুড়ি মেলা কি-না ভার। আইসিসির ‘ক্রিকেট ইনসাইড আউট’ অনুষ্ঠানে ডুল বলেছেন, ‘৬০, ৭০ কিংবা ৮০ রানের পরও স্ট্রাইক রেট বাড়াতে থাকে রোহিত। এমনকি ৯০ রানের ঘরে পৌঁছেও আটকে যায় না সে। এমনই বিস্ময়কর এক ক্রিকেটার রোহিত।’
তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ‘পরিসংখ্যান দেখুন, ওয়ানডে ক্রিকেটে রোহিতের গড় রান ৪৯, স্ট্রাইক রেট ৮৮। শচীনের গড় ৪৪, রান করেছেন ৮৬ স্ট্রাইক রেটে। সুতরাং নম্বরের দিক থেকে রোহিতের নম্বর অসাধারণ। শচীনের থেকেও যা ভাল। সেই কারণেই আমার কাছে তালিকায় এক নম্বর নাম রোহিতের। এছাড়া ব্যাটিং অর্ডার অনুযায়ী তালিকায় বিরাট কোহলি ও এমএস ধোনি আছে।’
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দুরহ ব্যাপার। এ পর্যন্ত ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আটটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে। এর মধ্যে একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। শচীনের নামের পাশেও অবশ্য একটি ডাবল সেঞ্চুরি আছে। তবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ২৬৪ রান রোহিত শর্মার নামের পাশে লেখা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!