শ্যামলবাংলা ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৩২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৯,৬৬২ জন। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ভারতে করোনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১,৯৮১ জন। আর এ পর্যন্ত চিকিৎসা সুস্থও হয়েছেন ভারতের বেশ কিছু মানুষ। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭,৮৪৭ জন।
করোনা পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড ন্যাবারো সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন যে, পরিস্থিত যেদিকে যাচ্ছে তাতে ভারতে এই রোগটি আরও প্রবল মহামারী রূপে দেখা দেবে আগামী জুলাই মাসের শেষের দিকে।