শ্যামলবাংলা ডেস্ক : চিত্রপরিলক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের ভাবনায় ও পরিচালনায় নির্মিত হচ্ছে ‘আলো আসবেই’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সিয়িয়াস কমিডির মাধ্যমে যে স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তোলে ধরা হবে। থাকবে সচেতনতামূলক বার্তাও। এছাড়াও করোনাকালে ঘরে থাকার প্রতি আহ্বান ছড়িয়ো দেয়া হবে এর মাধ্যমে। সবকিছুই হবে সিরিয়াস কমিডির মাধ্যমে। এমনটিই জানালেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।
চমক জাগানো তথ্য হচ্ছে এতে ঢাকাই সিনেমার ১২জন তারকাশিল্পী অভিনয় করবেন। যারা নিজ নিজ বাসা থেকেই শুটিংয়ে অংশ নিবেন। শুটিংকৃত ফুটেজ তারা পাঠিয়ে দেয়ার পর এটি সম্পাদনা করে সিনেমায় রূপ দেওয়া হবে।
যে তারকারা অংশ নিবেন তাদের মধ্যে রয়েছেন অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান,বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, ইমন, শাহরিয়াজ এবং যায়েদ। আর নায়িকাদের মধ্যে অভিনয় করবেন মাহিয়া মাহি, ববি হক, অপু বিশ্বাস, আঁচল ও তমা মির্জা।
কোন ব্যবসায়িক চিন্তা থেকে নয় পুরোপুরি সামাজিক দায়বদ্ধতা থেকে সিনেমাটি তৈরি করছেন বলে জানালেন দেবাশীষ বিশ্বাস। শিল্পীরাও কোন পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে তারাও এ কাজে আগ্রহের সঙ্গে সায় দিয়েছেন বলে মন্তব্য পরিচালকের।
করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই যেনো স্থবির হয়ে আছে। প্রতিটি দেশের তারকাশিল্পীরা নিজ নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আবার এ ধরনের স্বল্পদৈর্ঘ্য বা বার্তা দিয়ে সাধারণ মানুষদের সচেতন করছেন অনেকেই। কিছুদিন আগে বলিউড এবং টলিউডেও এমন উদ্যোগে দেখা গেছে। যেখানে অমিতাভ বচ্চনদের মতো বড় বড় অভিনেতারাও অভিনয় করেছেন সামাজিক দায়বদ্ধতা থেকে।
বিষয়টি সামনে এনে দেবাশীষ বিশ্বাস বলেন, ’পাশের দেশের ইন্ডাষ্ট্রি এ কাজ আগে করে ফেললেও আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। তবুও করছি। সিনেমাটি পুরোপুরি কমেডি সিনেমা হবে। কমেডির মধ্যে মেসেজ থাকবে। দর্শক আনন্দের মধ্য করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছুই শিখবেন।’ পাশাপাশি এ কাজে যে ১২ তারকাশিল্পী কাজ করতে সায় দিয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন পরিচালক।
দেবাশীষ বিশ্বাসের মতে, সবে কাজ শুরু হচ্ছে। ঈদের সপ্তাহ খানেক আগেই স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ করা হবে।