শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির উদ্যোগে কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে বুধবার দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির অফিসের সামনে মাঠে ২শ লোকের মাঝে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। ওইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
তাতিহাটি নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির সভাপতি শাহাজামালের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবু সাইদ, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর মনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মাশুক, ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম মৃধা, সাংগঠনিক সম্পাদক এরশাদ, কোষাধ্যাক্ষ মাফিকুল ইসলাম, সদস্য সোলায়মান ও শাহা জালাল প্রমুখ।