স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে অন্যান্য মানুষের মতো পত্রিকার হকাররাও দুর্দশায় থাকায় তাদের পাশে দাঁড়িয়েছে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম ও সাপ্তাহিক দশকাহনীয়া পরিবার। তারই আওতায় ৫ মে মঙ্গলবার বিকেলে শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম ও সাপ্তাহিক দশকাহনীয়ার অস্থায়ী কার্যালয়ে জেলা শহরের ৩০ জন পত্রিকা হকারের হাতে সহায়তা হিসেবে উপহারসামগ্রী তুলে দেন শ্যামলবাংলা২৪ডটকম’র প্রকাশক-সম্পাদক ও সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম আধার। একইসময় শহরের আরও ৩০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ওই উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি করে ডাল, মুড়ি, চিনি ও একটি সাবান।
উপহারসামগ্রী বিতরণকালে শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল ও মোঃ ফরিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম, এডভোকেট আশরাফুজ্জামান, জুবাইদুল ইসলাম, মইনুল হোসেন প্লাবন, জয়ন্ত দে, হাসানুল বান্না সিফাত, নাওয়ার সালসাবিল দুর্দানা, তাশফিয়া তারান্নুম তিফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ওই উপহার সামগ্রী পেয়ে শ্যামলবাংলা২৪ডটকম ও দশকাহনীয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা করেছেন জেলা পত্রিকা হকার সমিতির সভাপতি মোঃ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ।
এ ব্যাপারে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রকাশক-সম্পাদক ও সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম আধার বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে প্রভাব পড়েছে অনেক মানুষের পরিবারেই। ব্যাপক সরকারি সাহায্য-সহযোগিতা থাকার পরও মানুষের খাদ্যাভাব মিটছে না। প্রতিদিন মহত্তর মানবিকতায় হাত বাড়াচ্ছেন অনেকেই। আর তাই দায়বদ্ধতার দায় ঘুচানোর স্বার্থে শ্যামলবাংলা ও দশকাহনীয়া পরিবারের তরফ থেকে উপদেষ্টা সম্পাদক সোলায়মান খান মজনুসহ পরিবারের কর্মকর্তাদের সহযোগিতায় সীমিত পরিসরে হলেও ওই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। জাতির যে কোনো উৎসব-পার্বণের পাশাপাশি যেকোন দুর্যোগেও এ পরিবার পাশে থাকবে।