স্টাফ রিপোর্টার ॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে সাকিব আহমেদ (১৪) নামে হতদরিদ্র পরিবারের এক শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। ৩ মে রবিবার শেরপুর শহরের কসবা কাচারীপাড়া এলাকায় সাকিবের পিতা দিনমজুর আলমাস মিয়ার হাতে চিকিৎসা সহায়তাবাবদ নগদ ৪ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। ওইসময় সংগঠনের সভাপতি আল আমিন রাজু, সিনিয়র সহ-সভাপতি জুবাইদুল ইসলাম, সদস্য আল আমিন, আশরাফুল আলম আকাশ, হাসিবুল হাসান শান্ত, রবিউল আলম রতনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দিনমজুর আলমাস মিয়ার তিন ছেলে-মেয়ের মধ্যে সাকিব দ্বিতীয়। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। প্রায় ৬/৭ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাকিব। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় তার লিভার ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসকরা দ্রুত সাকিবের অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু দরিদ্র পিতার পক্ষে সেটি সম্ভব ছিল না বিধায় সমাজের বিত্তবান মানুষ ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় সাকিবের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এদিকে অস্ত্রোপচারের পর করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়েন সাকিবের পিতা দিনমজুর আলমাস মিয়া। ফলে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার ঔষধপত্র কিনতে পারছিলেন না তিনি। পরে সাকিবের ঔষধ ক্রয়ের জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করে শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব। ওই সহায়তা পেয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাকিবের পিতা।