স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষ ও শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। ৩ মে রবিবার রাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শহরের খোয়ারপাড়, শহীদ দারোগ আলী পৌর পার্ক, গৃর্দানারায়ণপুরসহ বিভিন্ন এলাকায় ২ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ওই উপহার সামগ্রী পৌঁছে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল ও ১ কেজি আলু। উপহারসামগ্রী বিতরণকালে এনডিসি মিজানুর রহমান, সহকারী কমিশনার ফরিদা সুলতানা, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসুফ আলী রবিন, বিডিক্লিন জেলা সমন্বয়ক আল আমিন রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলা প্রশাসনের করোনা কন্ট্রোল রুমের ই-মেইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া সিএনজি-অটোরিক্সা চালক-শ্রমিক, হোটেল রেস্তোঁরা শ্রমিকসহ নিম্ন আয়ের লোকজনের খাদ্য সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওইসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনা মোতাবেক রবিবার রাতে অসহায়-দরিদ্র ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার আহবান জানান।