নকলা (শেরপুর) প্রতিনিধি : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরের নকলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়, শ্রমজীবী ও হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ‘উপজেলা ত্রাণ সহায়তা সেল’ এ নগদ আর্থিক অনুদান প্রদান করেছে নকলা প্রেসক্লাব। ৪ মে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের অফিস কক্ষে তার হাতে ওই নগদ আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
ওইসময় নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসীম উদ্দিন মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসেন, সদস্য মিজানুর রহমান, মোশারফ হোসাইন, ফজলে রাব্বী রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।