নকলা (শেরপুর) প্রতিনিধি : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরের নকলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার ৫২১ জনকে অর্থ সহায়তা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত কয়েকদিনে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওই অসহায়দের মাঝে মাথাপিছু ২শ টাকা হিসেবে নগদ ১১ লক্ষ ৪ হাজার ২শ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। ৩ মে রবিবার ওই অর্থ সহায়তার তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের কাছে হস্তান্তর করেন দলীয় নেতারা। ওইসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর তত্ত্বাবধানে ওই সহায়তায় এগিয়ে আসে দলীয় নেতা-কর্মীরা। পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন মানুষের মাঝে ওই অর্থ বিতরণ করেন।