গরিব কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতা-কর্মীরা
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৩শ হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আজাদ ক্লাব। ২ মে শনিবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া এলাকার আতিউর রহমান মডেল বালিকা বিদ্যালয় মাঠে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ক্লাবের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার তেল, আধা কেজি লবণ ও একটি করে সাবান। ক্লাবের সদস্যরা নিজেদের অর্থায়নে ওইসব ত্রাণসামগী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ত্রাণসামগ্রী বিতরণ শেষে হুইপ আতিউর রহমান আতিক এমপি জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে পৌর এলাকার নবীনগর মহল্লার দরিদ্র গরীব কৃষক নিজাম উদ্দিন মিজানের ৬ কাঠা জমির ধান কেটে দেন। ওইসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী দুলাল মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের সাথে ধানকাটায় অংশ নেন।1