ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে কলেজপড়ুয়া ছাত্রদের উদ্যোগে ত্রাণ পেল ১৫০ অসহায় পরিবার। ৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওইসব ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। ভালুকা, ডেফলাই, ফুলহাড়ি ও চাপঝুড়া গ্রামের অতিদরিদ্র ও অসহায় ১৫০ জন পরিবারের মাঝে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজিআলু, আধা কেজি করে ছোলা, ডাল, তেল, লবণ, মুড়ি ও একটি মাস্ক।
জানা যায়, ভালুকা গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র রবিউল ইসলাম, শিশির মিয়া, অনিক মিয়া, জিন্নাত আলী, মোবারক হোসেন ও শাহজাহানের নেতৃত্বে আরও কয়েকজন ছাত্র এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নেন। ওই সময় উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি রেজাউল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।