কোন্ রমনের বউগো তুমি কোন্ রমনের বউ
উদার চিত্তে হাওয়াই নৃত্যে কার সন্ধানে যাও।।
তোমার লাগিয়া রজনী জাগিয়া উদয়াস্ত রই
ফসল ফলিল কৃষাণী আসিল তোমার দেখা কই।
মেঘমালার দেশে বলাকারা আসে তুমি কোথা রও।।
তোমার লাগিয়া বিরহী জাগিয়া কলঙ্কিণী হলো
থাক তুমি দূরে অন্তর পুড়ে নিরুদ্দেশে গেল।
বুঝিলেনা বুঝিলেনা চিনিলেনা চিনিলেনা তাহারে
কেমন করিয়া বুকে ধরিয়া রাখিল দরিয়া আহারে!
যমুনার বুকে ডুবিল শোকে তবু খুঁজিল না কেউ।।