স্টাফ রিপোর্টার ॥ ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মোতাবেক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে এবার এক দরিদ্র কৃষকের ৫০ শতক জমির ধান কেটে দিয়েছে জেলা কৃষক লীগ। ২৭ এপ্রিল সোমবার সকালে পৌর এলাকার দমদমা কালিগঞ্জ মহল্লায় দরিদ্র কৃষক জুয়েল আলম আকন্দের জমির ওই ধান কাটার সূচনা করেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির।
ধান কাটায় উৎসাহ যোগাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও কৃষি ব্যাংকের এজিএম আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান লেবু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, পৌর কৃষক লীগের সভাপতি হাসানুর রহমান আলালসহ প্রায় ৩০ জন নেতা-কর্মী অংশ নেন। পরে তারা ওই কৃষকের ধান কেটে আঁটি বেধে বাড়িতে পৌঁছিয়ে মাড়াই করে দেন।
এ ব্যাপারে জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের বলেন, বোরো মৌসুমে সব ধান কৃষকের গোলায় না উঠা পর্যন্ত তাদের ওই কর্মসূচি চলমান থাকবে।