স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুর জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া সম্প্রদায়) মাঝে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমানের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গৌরীপুরস্থ বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল হাই স্কুল মাঠে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে ৫০ জন হিজড়ার মাঝে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন-তেল ও সাবানসহ নগদ ৫ হাজার টাকা।
খাদ্যসামগ্রী বিতরণকালে যুবলীগ নেতা কামাল হোসেন, আব্দুল খালেক, জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিন, উৎসর্গ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, শাহিদুর রহমান শাহিন, জহির, তানভীর আহমেদ পাপ্পু, বিপুল, সুমন, মিঠুন, মোখলেস, আবু হানিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।