নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ভারতে বেড়াতে গিয়ে আটকে পড়া ৩ বাংলাদেশী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন। ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তারা দেশে ফেরেন। এরা হচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফেরদৌস আলম বকুল ও আলমগীর আলম এবং নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার জন রিচার্ড ঘাঘরা।
নাকুগাঁও স্থলবন্দরে আসার পর তাদের গ্রহণ করেন বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল তৌহিদুল হাসান। পরে স্বাস্থ্য বিভাগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের জেলা সদরের পিটিআই ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।