স্টাফ রিপোর্টার : শেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ২ নারী সুস্থ্য হওয়ার পর এবার শিশুসহ আরও ৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এদের একজন শ্রীবরদী সদরের সাতানী শ্রীবরদীর পূর্বে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ার নাতি শিশু তৌহিদ এবং অপর দু’জন হচ্ছে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুল্যান্স চালক মাফাজ উদ্দিন ও নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের বোরহান উদ্দিন। ১৮ এপ্রিল শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুকে এবং রবিবার দুপুরে অপর দু’জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ব-স্ব ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা: একেএম আনওয়ারুল রউফ।
জানা যায়, শনিবার পর্যন্ত জেলায় মোট ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতাল, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। তাদের মধ্যে একাধিক পরীক্ষায় নেগেভিট রিপোর্ট আসায় ১৬ এপ্রিল জেলায় প্রথম আক্রান্ত ২ নারীকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। দ্বিতীয় দফায় ওই শিশুসহ ৩ জনের রিপোর্টও নেগেটিভ আসায় সুস্থ্য হয়ে উঠায় তাদেরকেও পাঠানো হয় বাড়িতে। এছাড়া বর্তমানে ভর্তি থাকা অন্যদের অবস্থাও ভালোর দিকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে হাসপাতাল ত্যাগের মুহূর্তে করোনা মুক্ত ওই শিশুসহ ৩ জনই তাদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।