স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে জেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অঙ্গনে আয়োজিত ওই খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি উপস্থিত সকলকে করোনা ভাইরাস মোকাবেলায় বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়াসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল জানান, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, আছে, থাকবে। আজ পৌর শহরের অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারা জেলাব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।