শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।’ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে।’

এই সংকটে চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।
ডা. মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
