শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এ ছাড়া নতুন করে ২৬৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।শুক্রবার করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে নিজের বাসা থেকে যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
নতুন ১৫ জন মৃত্যুর ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের। আজকের ২৬৬ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৩৮ জনে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও নয়জন। এ পর্যন্ত মোট ৫৮ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।