জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় করোনা ভাইরাসজনিত কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নগদ ২শ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছে নকলা উপজেলা আওয়ামী লীগ। ১৩ এপ্রিল সোমবার নকলা উপজেলায় কর্মহীন হতদরিদ্র বিভিন্ন পেশাজীবী ২৫০ জন মানুষের মাঝে ওই নগদ অর্থ সহায়তা প্রদান করে তাদেরকে ওএমএস ডিলারের কাছ ১০ টাকা কেজি দরে ২০ কেজি করে চাল সংগ্রহ করতে বলা হয়।
ওইসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন উপস্থিত কর্মহীন হতদরিদ্রদের উদ্দেশ্য করে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আপনারা ঘরে থাকুন। সরকার ও ব্যক্তিগত সহায়তা নিয়ে আমরা আপনাদের পাশে আছি। ওইসময় তারা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনেরর সকল নেতা-কর্মীদেরকে সাধ্যানুযায়ী সহযোগিতা নিয়ে করোনা আতংকের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।