স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকালে শহরের নওহাটা এলাকায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মজিবর রহমানের উদ্যোগে তার বাড়ির সামনে দেড় শতাধিক মানুষের মাঝে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু ও সাবান।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, সমাজসেবক মোশারফ হোসেন মিস্টু, ৯নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান মুক্তি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলআমিন বাদশা, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।