স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মফিজল হক মাস্টার (৬৭) নামে শেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্ক সময় রাত ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিট) নিউইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শুক্রবার নিউজার্সি শহরের নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা ও শেরপুর জেলা স্কাউটস’র কাপলিডারসহ স্থানীয়ভাবে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একজন নম্র-ভদ্র ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি ছিলো। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত শেরপুর জেলার নাগরিকদের সংগঠন ‘শেরপুর জেলা সমিতি ইউএস ইনক’ এর উপদেষ্টা ছিলেন। ওই সমিতির সহ-সভাপতি ছামেদুল হক ঝন্টু তার জামাতা। শেরপুর শহরের বটতলা কালিরবাজারস্থ সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম ছলুর স্ত্রী মরিয়ম আক্তার মৌসুমী তার কনিষ্ঠ কন্যা। এদিকে তার মৃত্যুর খবরে শেরপুরবাসীসহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। শেরপুরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন এবং শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের জামাতা আমিনুল ইসলাম ছলু জানান, তার ২ মেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন। মাকসুদা আক্তার নামে দ্বিতীয় মেয়ে সেখানে স্কুল সেফটি পুলিশের কর্মকর্তা। সেই সুবাদে তিনিও নাগরিকত্ব লাভ করে প্রায় ৪ বছর যাবত সেখানে যাতায়াত এবং ১ বছর যাবত টানা অবস্থান করছিলেন। তিনি ২৮ মার্চ বাসায় শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার দেহে করোনা ভাইরাস ধরা পড়লে ৩০ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়। ওই অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত ১২ দিন আইসিইউতেই ছিলেন।
এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা সমিতি ইউএস ইনক’র সভাপতি মামুন রাশেদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।