স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক, জেলা পরিষদ সদস্য ও শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী। ৬ এপ্রিল সোমবার শহরের খরমপুরস্থ তার চেম্বারে পৌরসভার খরমপুর, টিক্কাপাড়া ও বাড়ইপাড়া মহল্লার কর্মহীন শ্রমিক ও নিম্ন আয়ের ২শ মানুষের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু ও ১টি সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। ওইসব খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অসহায় ও কর্মহীন মানুষরা।
খাদ্যসামগ্রী বিতরণকালে এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর বাবা বীর মুক্তিযোদ্ধা আমীর ফারুক, স্বামী হেলাল উদ্দিন, ছেলে মাশুকুর রহমান ফাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।