স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয় এবং ঘরে না অবস্থান করার কারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩৫ টি মামলায় ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী জেলার ৫ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।
জানা যায়, বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবমান। এরূপ ভয়াল থাবা যেন বাংলাদেশকেও গ্রাস করে না ফেলে, সে কারণে জেলা প্রশাসনে পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিনা প্রয়োজনে ঘর হতে বের হওয়া নিরুৎসাহিতকরণ, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা নিশ্চিতকরণসহ কোভিড-১৯ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলার ৫ উপজেলায় নিয়মিত সামগ্রিক মনিটরিং পরিচালিত হচ্ছে। জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছেন জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। এছাড়াও করোনা পরিস্থিতির সুযোগ নেওয়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মনিটরিং অব্যাহত রয়েছে। মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার ৫ উপজেলায় মোট ৪০টি অভিযান পরিচালনা করা হয়। ওইসব অভিযান পরিচালনাকালে হোম কোয়ারেনটাইন ভঙ্গ করায় এবং সামাজিক দূরত্ব পালনের নির্দেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ আইনের আওতায় ২২টি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ১৩ টি মামলায় মোট ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।