শ্যামলবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ প্রতিরোধে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সরকারি হিসেবে শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা মহামারী ভারতে ছড়িয়ে পড়ার পর থেকে এটাই একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ওই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এ নিয়ে ভারতে ৩০০০ পেরুলো করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মারা গেছেন অন্তত ৬৮ জন। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৮২। ইতিমধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন। ফলে করোনা আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে মানুষের মনে। সরকারি কর্মকর্তাদের মতে, সম্প্রতি দক্ষিণ দিল্লিতে তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে প্রাণঘাতী ভাইরাস করোনা।