স্টাফ রিপোর্টার : ‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পুলিশ।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচীতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন মহল্লায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের তালিকায় প্রথমদিনে ৩১০ জনকে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন। পর্যায়ক্রমে শহরের সব জায়গায় ওই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান পুলিশ সুপার।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।