স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী প্রতিষ্ঠিত আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে আরও ২ শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল বুধবার বিকেলে ফাউন্ডেশনের শীতলপুরস্থ কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর তরফ থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী।
পরে জেলা যুব মহিলা লীগের আওতায় বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতা-কর্মীর মাস্ক ও সাবান বিতরণ করা হয়। ওইসব সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, সাপ্তাহিক শ্যামলী শেরপুরের ব্যবস্থাপনা সম্পাদক ওমর ফারুক, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, মাহবুবা রহমান শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।