ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাস পরিস্থিতি ॥ শেরপুরে একদিনে জেলা প্রশাসনের ৩০ অভিযান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২০ ৩:০৯ অপরাহ্ণ

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং করোনাজনিত পরিস্থিতি মোকাবেলায় শেরপুরে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তারই আওতায় সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে ৩০ মার্চ সোমবার একদিনে জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুবের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলায় সর্বোচ্চ ৩০ টি অভিযান পরিচালিত হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের আওতায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ৫ উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সামাজিক দূরত্ব বাস্তবায়নে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেনটাইন নিশ্চিত এবং বাজারে দ্রব্যাদির স্বাভাবিক সরবরাহসহ মূল্য নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় ওইসব অভিযান পরিচালনা করেন। এতে পুরো জেলায় বাজার মনিটরিং এ ছিল ১১ টি এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ছিল ১৯টি অভিযান। তন্মধ্যে ঝিনাইগাতী উপজেলায় একটি অভিযানে এক ব্যক্তিকে সামাজিক দূরত্ব ভঙ্গের দায়ে দণ্ডবিধির ২৬৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে মঙ্গলবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকম কে বলেন, করোনা প্রতিরোধসহ সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থে ওই অভিযান অব্যাহত থাকবে। তবে তিনি করোনা পরিস্থিতির আলোকে সামাজিক দূরত্ব নিশ্চিকরণসহ সার্বিক অবস্থায় জনগনকে আরও সতর্ক হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!