স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ সোমবার সকালে শহরের দমদমা সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে স্থানীয় আখেরমামুদের বাজারে জীবানুণাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সংগঠক এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে এলাকাবাসীকে সজাগ ও সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। সেইসাথে তিনি সোনার বাংলা যুব সংঘের ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিটি মহল্লা-পাড়া পর্যায়ে করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতেও আহবান জানান।
স্প্রে কার্যক্রম উদ্বোধনকালে জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম তাজুল, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, ইউপি সচিব বিল্লাল হোসাইন, মোবারকপুর আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সোনার বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান, সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মনিহার সরকারসহ আয়োজক সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে আখেরমামুদ বাজারসহ বাজার থেকে জেলা কারাগার মোড় সড়ক এবং দমদমা কালিগঞ্জ মহল্লার প্রতিটি প্রধান সড়কে ওই স্প্রে করা হয়। স্প্রে কাজে অংশ নেন সংগঠনের উপদেষ্টা শেরেবাংলা, সিনিয়র সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন ও কাকন খন্দকার সাংগঠনিক সম্পাদক মাহিন আহমেদ বাপ্পী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, কোষাধ্যক্ষ হেলাল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন, দপ্তর সম্পাদক শাহিনুর, সদস্য আদর আকন্দ, রেজুয়ান, নয়ন প্রমুখ।