নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মোখছেদ মিয়া নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ মার্চ শুক্রবার উপজেলার খলাভাঙ্গা কালাগাং গ্রামস্থ নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মোখছেদ মিয়া স্ত্রী সুরাইয়াসহ পরিবার নিয়ে নারায়ণগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। বুধবার রাতে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বাড়ি-ঘরের কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে তার স্ত্রী ও মেয়ে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়ে মোখছেদের ঘরের দরজা খোলা দেখতে পান। কিছুটা এগিয়ে দেখেন ঘরের সামনে পুঁতে রাখা একটি কঞ্চিসহ বাঁশের খণ্ডাংশে মোখছেদ হাঁটু গেড়ে ঝুলন্ত অবস্থায় বসে আছেন। তারা কান্নাকাটি শুরু করলে লোকজন এসে মোখছেদকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে মোখছেদের স্বজনরা জানান, বিয়ের পর থেকে ১৪-১৫ বছর ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। পরিবারের কারও সঙ্গে বনিবনা না হওয়ায় মোখছেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। মোখছেদের বোন ফাতেমা বেগম ও ভাতিঝি রুপালি জানান, এভাবে হাঁটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারে না।