শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তরা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিটন মাস্টার শচীন টেন্ডুলকার। করোনা মোকাবেলা তহবিলে তিনি ৫০ লাখ রুপি দান করেছেন। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ লাখ এবং মরারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি দান করছেন তিনি। এছাড়া এর আগেও করোনা থেকে সুরক্ষিত থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তার কথা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন শচীন। কীভাবে হাত ধুতে হবে, তাও দেখিয়ে দিয়েছেন। সকলকে বাড়িতে থেকে দেশসেবা করার অনুরোধও জানিয়েছেন তিনি।