স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস বিস্তার রোধে শেরপুর জেলা শহরের সড়কগুলোতে পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক তরল অষুধ ছিটানো শুরু হয়েছে। ২৫ মার্চ বুধবার সকালে পৌর ভবনের সামনে থেকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী নেজামুল হকসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে শহরকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে প্রতি ২০ লিটার পানিতে ৫০ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে ট্রাকের মাধ্যমে শহরের সড়কগুলোসহ জনবহুল এলাকাগুলোতে ওই স্প্রে করা হচ্ছে। ওই কাজে দু’টি পৃথক ট্রাকে ৫ হাজার ও ৪ হাজার ধারণক্ষমতাসম্পন্ন দু’টি পানির ট্যাংকি ব্যবহৃত হচ্ছে।
পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ফারুক আহমেদ জানান, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের পরিকল্পনা ও সদিচ্ছায় বুধবার প্রথম দিনে শহরের আদালত ও কালেক্টরেট ভবন অঙ্গণ, বটতলা, নিউমার্কেট, থানামোড় ও বাসস্ট্যান্ডসহ প্রধান সড়কগুলোতে ওই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে শহরের প্রতিটি সড়কসহ জনবহুল এলাকায় ওই স্প্রে করা হবে।